ত্রিভুবন- আইনুন ম্যামি

50
মানুষ নাকি শ্রেষ্ঠ
জ্ঞানীজন বলে সর্বশ্রেষ্ঠ
মানুষের অবয়বে
হিংস্র মনোভাবে
কোথাও মানুষ নাই
আমি দেখে যাই
লোভের ফাঁদে
তাদের মন কাঁদে
জগৎ হেরিয়া
মানুষ খুঁজিয়া
বুঝিতে হৃদয় শ্রীহীনে
মানুষই অমানুষ ত্রিভুবনে
সংসারেতে ক্ষুদ্র স্বার্থ
ত্যাগেতে ব্যর্থ
উদারতার রংতুলিতে
লোভের দাহ করে পৃথিবীতে
রেখেছ কী সাক্ষর
ডিঙিয়ে স্বার্থের পাহাড়
সৃষ্টিকুলে ভালোবেসে
মানুষে মানুষে
আদি ও কালে
প্রেমের ফসলে ফসলে
ভরিয়াছ কী মনের আলোতে
সকল সৃষ্টিকুলেতে