পাওনা টাকা উদ্ধারের দাবীতে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

80
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ভু্ক্তভূগীরা

স্টাফ রিপোর্টারঃ বড় বড় কর্পোরেট কোম্পানির সাথে প্রতারণাকারী মহাপ্রতারক ইসহাক আলী মনি গংদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগী ব্যবসায়ীদের পাওনা টাকা উদ্ধারের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

আজ ১ জুলাই মঙ্গলবার সকালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান,
ইসহাক আলী মনি একজন মহা প্রতারক। কখনও কর্পোরেট হাউজের মালিক কখনও ডায়াগনস্টিক সেন্টার এর মালিক, কখনও হাসপাতালের মালিক আবার কখনও সংবাদপত্রের মালিক সেজে অফিস ডেকোরেশন এর নামে আসবাবপত্র এসি ফ্রিজ ফ্যানসহ অফিস সাজানোর প্রয়োজনীয় জিনিসপত্র বাকিতে নিয়ে আর টাকা দেয় না। টাকা চাইলে নানান তালবাহানা করতে থাকে। মামলা করতে বলে। তার এই প্রতারণার ফাঁদে অনেক ব্যবসায়ী আজ নিঃস্ব হয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন।

তার গ্রামের বাড়ি কখনো কুষ্টিয়া কখনো পাবনা কখনো সিরাজগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ বা দেশের বিভিন্ন অঞ্চলে বলে থাকেন। প্রকৃত ঠিকানা কখনোই ব্যবসায়ীদের উল্লেখ করেন না। ঢাকায় নিজ কার্যালয়ের ঠিকানা কাউকে দেন না।

তবে মাঝেমধ্যে বড় ফ্ল্যাট নিয়ে অফিস সাজানো নামে এসব প্রতারণা করে আসছে দীর্ঘদিন ধরে। তার প্রতারণার ফাঁদে ছোট ব্যবসায়ীরাই শুধু নয় বড় কর্পোরেট হাউস গ্রামীণফোন, অটবি, ফ্রিজ এসি সরবরাহকারী ব্যবসায়ীরাও সর্বস্বান্ত।

তার চটকদার কথা বার্তায় সকলেই কনভেন্সড হয়ে যায়। আর এ সুযোগেই প্রতারণা করে আসছে ইসাহাক আলী মনি। এ প্রতারকের কাছে আমরা ভুক্তভোগী ব্যবসায়ীরা কোটি কোটি টাকা পাওনাদার। সে এরকম প্রতারনার কারনে ২০১৬,১৭,১৯ ও ২২ সালে বিভিন্ন মেয়াদে জেল খেটেছে। ২০২৪ এ জেল থেকে এসে আবারও একই প্রতারনা শুরু করেছে।

ইসহাক CDA NGO নামক একটি ভূয়া NGO’র নাম ব্যবহার করে এবং Life care Diagnostic center বাসাবো এর নাম ব্যবহার করে আমাদের মত আরও অনেক ব্যবসায়ীকে সর্বসান্ত করেছে। আমার সবাই। CDA NGO তেজগাঁও ও Life care Diagnostic center বাসাবোতে মালামাল সাপ্লাই করি। প্রতারক ইসহাক আলী আমাদেরকে চেক প্রদান করে কিন্তু তার সেই একাউন্টে কোন টাকা নাই বিধায় চেকগুলো বারবার ফেরত আসে। এখন সে লাপাত্তা ধরা ছোয়ার বাইরে তার মোবাইল বন্ধ মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে কাউকে কাউকে ফোন করে হুমকি ধামকি প্রদান করে।

এই প্রতারকের খপ্পরে আর কোন ব্যবসায়ী যেন ফাঁদে পা না দেয় এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ অবিলম্বে এই প্রতারককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। পাশাপাশি আমাদের পাওনা কোটি কোটি টাকা উদ্ধারে ব্যবস্থা করতেও সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি।