মেম্বার শরীফের দাপটেই অতিষ্ঠ সুন্দলপুরের মানুষ

227
সাবেক মেম্বার শরীফের দাপটেই অতিষ্ঠ সুন্দলপুরের মানুষজমি দখল, ভয়ভীতি, অর্থ আত্মসাৎ—অভিযোগের পাহাড়

জমি দখল, ভয়ভীতি, অর্থ আত্মসাৎঅভিযোগের পাহাড়

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ ১নং সুন্দলপুর ইউনিয়নের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শরীফ মেম্বারের বিরুদ্ধে নানা অনিয়ম, দখলবাজি ও জনসাধারণকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে নিজের প্রভাব খাটিয়ে একক আধিপত্য কায়েম রেখেছেন, যার ফলে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ক্ষমতা নেই, কিন্তু দাপট আগের মতোই

স্থানীয়রা জানান, শরীফ মেম্বার পদে না থাকলেও এলাকার সবকিছু নিয়ন্ত্রণ করছেন। উন্নয়নমূলক প্রকল্প থেকে শুরু করে স্থানীয় বিরোধ নিষ্পত্তি—সবকিছুতেই তার হস্তক্ষেপ।

একজন বাসিন্দা বলেন, “তিনি এখন আর মেম্বার না, কিন্তু মনে হয় পুরো ইউনিয়নের চেয়ারম্যান তিনিই। সরকারি কোনো কাজ তার অনুমতি ছাড়া চলে না।”

জমি দখল ভয়ের রাজনীতি

বিভিন্ন সূত্রে জানা গেছে, শরীফ মেম্বারের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি সম্প্রতি কয়েকটি সরকারি খাস জমি দখল করেছেন। অভিযোগ রয়েছে, যারা এর প্রতিবাদ করেছেন, তাদের হুমকি দেওয়া হয়েছে বা সামাজিকভাবে হেয় করা হয়েছে।

এক বয়স্ক গ্রামবাসী বলেন, “আমার পৈতৃক জমিতে কাজ করতে গেলেই বাধা দেয় ওনার লোকজন। কিছু বললে বলে ‘উপরে কথা বলিস, পরিণতি ভালো হবে না।”

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

এলাকাবাসী বারবার প্রশাসনের কাছে অভিযোগ দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। অনেকে আশঙ্কা করছেন, এই পরিস্থিতি চলতে থাকলে এলাকায় বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে।

বর্তমান ইউপি চেয়ারম্যান বলেন,

“আমি অভিযোগ পেয়েছি। বিষয়টি থানায় জানানো হয়েছে। প্রমাণসহ কেউ অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

শরীফ মেম্বারের বক্তব্য

শরীফ মেম্বারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আপনার এলাকায় এমন কোনো অনিয়ম বা অপরাধ ঘটছে? আমাদের ইনবক্স করুন বা পাঠান মেইল: info@cns24news.com এ। আপনার পরিচয় গোপন রাখা হবে।