বালিয়াকান্দিতে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ: জয়ী শেখপাড়া জুনিয়র একাদশ

68
পুরস্কার বিতরন করছেন জনাব খন্দকার শফিউল আজম শিবলু। ছবি- সিএনএস

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ বালিয়াকান্দির ঐতিহ্যবাহী কুঠির মাঠে (আরাফাত রহমান কোকো মিনি স্টেডিয়াম) অনুষ্ঠিত হলো এক চমকপ্রদ প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে মুখোমুখি হয় সিনিয়র (দাঁড়িওয়ালা) বনাম জুনিয়র (দাঁড়িহীন) ফুটবল একাদশ।

খন্দকার শফিউল আজম শিবলু সহ খেলোয়ার বৃন্দ।

“ক্রিড়া কে আঁকড়ে ধরি, মাদকমুক্ত বালিয়াকান্দি গড়ি”—এই প্রত্যয়ে ও শেখপাড়া বাসীর উদ্যোগে আয়োজিত ম্যাচটি বিকাল ৪টায় শুরু হয় এবং শেষ পর্যন্ত রোমাঞ্চকর লড়াইয়ে ৪-২ গোলের ব্যবধানে জয়ী হয় শেখপাড়া জুনিয়র ফুটবল একাদশ।

উল্লেখযোগ্য এই খেলায় উভয় দলই হাড্ডাহাড্ডি লড়াই করে দর্শকদের উপহার দেয় উত্তেজনায় ভরপুর এক বিকেল। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য, আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের উপজেলা সভাপতি এবং বালিয়াকান্দি স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক খোঃ শফিউল আজম শিবলু, সদর ইউনিয়নের সাবেক সদস্য সচিব পাপ্পু শেখ, সভাপতি সেলিম শেখ, সাবেক মেম্বার জাকির হোসেন, সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আকরাম শেখ, স্পোর্টস একাডেমি’র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রাসেল শেখ, সহ সভাপতি আরিফ চৌধুরী,দপ্তর সম্পাদক রাহাত আরমান রক্তিম, সাকিব সহ এলাকার গুণীজন ও ক্রীড়ামোদী মুরব্বীগণ।

এই আয়োজনের মাধ্যমে শুধু খেলার মাঠে আনন্দ নয়, বরং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার এক বাস্তব উদাহরণ গড়ে তুলেছেন আয়োজকেরা।