চাঁদপুরে খতিবের ওপর হামলা: আসামি বিল্লাল হোসেন কারাগারে

44
ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্কঃ মসজিদের খুতবার বক্তব্যকে কেন্দ্র করে খতিব মাওলানা নুরুর রহমান মাদানীর ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার বিকেলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর শহরের মোল্লাবাড়ি জামে মসজিদে খুতবার বক্তব্যকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে খতিবের মাথা কানে আঘাত করেন অভিযুক্ত। গুরুতর আহত অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার পরিবার।

আসামি বিল্লাল হোসেন চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বাসিন্দা এবং শহরের বকুলতলায় বসবাস করেন।

ঘটনার পরপরই মুসল্লিরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। ওইদিন রাতেই আহত খতিবের ছেলে আফনান তাকি বাদী হয়ে থানায় মামলা করেন।

শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ায় শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার রাজনৈতিক ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। বিকালে জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা প্রতিবাদ মিছিলও বের করে।