ইখতিয়ার হোসেন রিপন বিশেষ প্রতিনিধিঃ জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় ঢাকায় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।
আজ ১৮ জুলাই (শুক্রবার) জুমার নামাজের পর উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড় এলাকায় ঢাকা মহানগর উত্তর ছাত্র জমিয়তের উদ্যোগে বিক্ষোভ মিছিটি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী।
বক্তব্যে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তকে ‘চরম আত্মঘাতী ও দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ’ আখ্যা দিয়ে নাজমুল হাসান কাসেমী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন, পূর্ণমাত্রায় সার্বভৌম ও মুসলিমপ্রধান রাষ্ট্র।
এখানে জাতিসংঘের ব্যানারে পশ্চিমা শক্তির কোনো এজেন্ডা চাপিয়ে দেওয়ার অর্থ—শুধু আমাদের জাতীয় স্বাধীনতা নয়, বরং ইসলাম ধর্ম, সংস্কৃতি ও মূল্যবোধের ওপর সরাসরি আঘাত হানা।
বক্তব্যে মাওলানা কাসেমী জাতিসংঘের ভূমিকার কড়া সমালোচনা করে বলেন, গত কয়েক দশকে ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, আফগানিস্তানসহ অসংখ্য মুসলিম দেশ মার্কিন ও রুশসাম্রাজ্যবাদের বোমাবর্ষণ, দখলদারিত্ব, লুটপাট ও গণহত্যার শিকার হয়েছে।
ফিলিস্তিনে ইসরায়েলের দমন-পীড়ন বছরের পর বছর ধরে চলমান, কাশ্মীরেও একই চিত্র। অথচ জাতিসংঘ এসব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কোনো কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসেমী, জমিয়ত নেতা মাওলানা আব্দুল্লাহ গাজীপুরী, মাওলানা ইদ্রিস কাসেমী, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, ছাত্র জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নূর হোসাইন, যুগ্ম আহবায়ক বায়েজিদ আল হোসাইন, ছাত্রনেতা রাহেবুল ইসলাম, ইয়াসীন আরাফাত, সাদ জুন্নুর, জাহিদুল ইসলাম প্রমুখ।