কবে কখন কোন খেয়ালে
চলতে চলতে হঠাৎ বেভুলে
হাত বাড়িয়ে থেমেছিলে
কি ভেবে আনমনে বলেছিলে
জীবনের এই মাঝের বাড়ি
অনুভবে তুমিই আমার নারী
হয়তো মনে হবে বাড়াবাড়ি
আমি শুনে হেসেই মরি মরি
ক্ষণিকের অনুভূতি তোমার মনে
ভাসলে খরস্রোতা ঢেউয়ের সনে
পূরাণ কথকেরা মেতেছে গানে
কাকে ভোলার আকুলতা প্রাণে
আমি জানি আমিই তাঁকে চিনি
সেজে স্বর্নলতার আলোক রানী
চলে গেছে তবু আজও ভোলনি
বাঁধনে বেঁধে রাখতে গিয়েও বাঁধনি
সাধনে সাধা হয়নিকো যারে
আজ ভুলিতে ব্যাকুল তাঁরে
হাত বাড়ালে ভালো বাসিবারে
আমি তাই হেসেই যাই মরে