দাউদকান্দির সুন্দলপুর বাজারে ব্যবসায়ীদের সঙ্গে জামায়াতে ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

102

ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তায় প্রতিশ্রুতি জানালেন অতিথিরা

সাইফুল ইসলাম খাজা কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার দাউদকান্দি থানার এক নম্বর সুন্দলপুর মডেল ইউনিয়নের সুন্দলপুর বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় ব্যবসায়ী, সমিতির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের নেতা কাউসার আহম্মদ।

সভায় সভাপতিত্ব করেন নুরুজ্জামান মাওলানা। এ সময় আরও উপস্থিত ছিলেন তৌহিদ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।