স্বাধীনতার স্বাদ

198
লেখক: মাফিয়া আক্তার
Print Download PDF
স্বাধীনতার স্বাদ নিতে,
খালি লক্ষ মায়ের বুক
খোকার জন্য কেঁদে বুক ভিজিয়ে
দৃষ্টিহীন আজ মা
স্বাধীনতার স্বাদ নিতে
সম্ভ্রম হারানো হাজারো বোন
সম্ভ্রম হারানো বোনের আত্মচিৎকার
আজও বাংলার বুকে ভেসে বেড়ায়।
স্বাধীনতার স্বাদ নিতে
বুকের তাজা রক্তে ভিজায়
মাতৃভূমির পবিত্র মাটি
স্বাধীনতার স্বাদ নিতে
নব্য মেহেদী পড়া লাল টুকটুকে বৌটি
ফুলশয্যা থেকে বিদায় জানায় তার প্রিয়তম স্বামীকে
স্বাধীনতার স্বাদ নিতে
কুমারী মা জন্ম দিয়েছে পিতৃ পরিচয়হীন সন্তান
সেই মা এখনো অন্ধকারে আতকে উঠে
শকুনের সেই ভয়ানক থাবার ভয়ে
এত কিছুর পরও কি?
স্বাধীনতার সাধ নিতে পেরেছি বাঙালি !