অনলাইন ডেস্কঃ বিজিএপিএমইএ এবং জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস বন্ড অটোমেশন প্রকল্প এর যৌথ উদ্যোগে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) এর সহযোগিতায় আজ ০৫ ডিসেম্বর, ২০২৪ তারিখ ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) এর সম্মেলন কক্ষে বিজিএপিএমইএ এর ৫০টি সদস্য
প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম সফট্ওয়্যার ব্যবহার করে কিভাবে ইউপি, আমদানি প্রাপ্যতা, মালিকানা পরিবর্তন ইত্যাদি আবেদন দাখিল করতে হবে সে সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিজিএপিএমইএ আয়োজিত এটি ১০ম ব্যাচের প্রশিক্ষণ। ১ম থেকে ৮ম ব্যাচে বিজিএপিএমইএ এর চট্টগ্রাম অঞ্চলের সদস্য প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ১৫০ জন কর্মকর্তাকে চট্টগ্রাম কাস্টমস বন্ড এবং বিজিএপিএমইএ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। ৯ম ব্যাচে ৭০ জন কর্মকর্তাকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব আবদুর রহমান খানসহ উক্ত দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষনের সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) এর কমিশনার জনাব খালেদ মোহাম্মদ আবু হোসেন কাস্টমস বন্ড সংক্রান্ত সেবা প্রদানে সেবাদাতা ও সেবা গ্রহীতাদের পরস্পর পরস্পরের বিরুদ্ধে অযৌক্তিক হয়রানি বা অসহযোগিতার অভিযোগ রয়েছে মর্মে জানান। তিনি বলেন, কাস্টমস বন্ড অটোমেশন প্রকল্পের আওতায় বর্তমানে ২৪ প্রকারের সেবার অনলাইনে আবেদন দাখিল করা যাবে। তিনি যুক্ত করেন, আগামী জানুয়ারী/২০২৫ এর ০১ তারিখ হতে কাস্টমস বন্ড সংক্রান্ত সকল আবেদন অবশ্যই অনলাইনে দাখিল করতে হবে।
বিজিএপিএমইএ তাঁদের সদস্য প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ আয়োজন করে অটোমেশন কার্যক্রমে সুফল ভোগ করতে সহযোগিতা করার উদ্যোগ গ্রহন করায় তিনি বিজিএপিএমইএ এর সভাপতিসহ বিজিএপিএমইএ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
তিনি প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণলব্ধ বাস্তব জ্ঞাণ কাজে লাগিয়ে কাস্টমস বন্ড সংক্রান্ত সেবার আবেদন অনলাইনে দাখিলের জন্য পরামর্শ প্রদান করেন।
বিজিএপিএমইএ সভাপতি জনাব মো. শাহরিয়ার ঘরে বসে কাস্টমস বন্ড সংক্রান্ত সেবা পাওয়ার জন্য বন্ড অটোমেশন প্রকল্প গ্রহন করায় জাতীয় রাজস্ব বোর্ড, বন্ড অটোমেশন প্রকল্পের কর্মকর্তাদেরকে ধন্যবাদ প্রদান করেন। তিনি বলেন, বিজিএপিএমইএ এর ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচিত পরিষদ নিরলসভাবে সদস্য প্রতিষ্ঠানের জন্য কাজ করছে। বন্ড অটোমেশন প্রশিক্ষণসহ অন্যান্য প্রশিক্ষণ পরিচালনা সদস্য প্রতিষ্ঠানে
কর্মরতদের দক্ষতা উন্নয়নের জন্য একটা পদক্ষেপ। তিনি কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) এর অতিরিক্ত কমিশনারদ্বয় জনাব মীর আবু আবদুল্লাহ আল-সাদাত এবং জনাব মুহাম্মদ মাহফুজ আহমদ, বন্ড অটোমেশন প্রকল্পের সকল কর্মকর্তা বিশেষতঃ প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রকল্প পরিচালককে এবং বন্ড অটোমেশন প্রকল্পের ভেন্ডর/সার্ভিস প্রোভাইডার ’রিভ সিস্টেম ডেভলপমেন্ট কোম্পানি’-কে প্রশিক্ষনে সহায়তা
প্রদানের জন্য ধন্যবাদ জানান।
প্রশিক্ষনে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) এর সকল সিনিয়র কর্মকর্তাবৃন্দ এবং বিজিএপিএমইএ
নেতৃবৃন্দের মধ্যে সভাপতি ছাড়াও কাস্টমস (ঢাকা দক্ষিণ) সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও পরিচালক জনাব মোহাম্মদ ফিরোজ উদ্দিন, পরিচালক কাজী আশরাফুল হক জুয়েল এবং ট্রেনিং সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন সহ-সভাপতি (অর্থ) জনাব মনির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসোসিয়েশন সচিব জনাব রুহিদাস জোদ্দার। উদ্বোধনী সেশনের পর ট্রেনিং
সেশনটি পরিচালনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সিস্টেম এনালিস্ট জনাব মো. সাইদুর রহমান। রিভ সিস্টেম এর প্রতিনিধিবৃন্দ তাঁকে সহযোগিতা করেন।
প্রশিক্ষণার্থীগন অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে প্রশিক্ষনে অংশগ্রহন করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে বিজিএপিএমইএ এর ট্রেনিং সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন সহ-সভাপতি (অর্থ) জনাব মনির উদ্দিন আহমেদ এর মাধ্যমে সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠান সংক্রান্ত কিছু ছবি ও ভিডিও ক্লিপ এতদসঙ্গে আপলোড করা হলো।
কাস্টমস বন্ড অটোমেশন সিস্টেমের ব্যবহার সংক্রান্ত পরবর্তী প্রশিক্ষণ ১১-১২-২০২৪ তারিখ কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর) এ এবং ১৭-১২-২০২৪ তারিখ বিজিএপিএমইএ সচিবালয়ে অনুষ্ঠিত হবে।