
নিজস্ব সংবাদদাতাঃ ব্যাটারিচালিত রিকশা-যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করাসহ ১১ দফা দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে জড়ো হয়েছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এর ফলে পল্টন-প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই পথে বাসে আটকে থাকা যাত্রীরা।

আজ রবিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা এখানে আসেন। চালকরা জানিয়েছে, তারা কামরাঙ্গীরচর, সেকশন, হাজারিবাগ, মিরপুর ও টিটাগাং রোড এলাকা থেকে এসেছেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আরও রিকশাচালকরা আসছেন।
গত দুদিন ধরেই রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ করছেন চালকেরা। গত শুক্রবারও জুরাইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া পাল্টাধাওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ছোড়া হয় টিয়ারশেল। রেল লাইন অবরোধে, পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ বন্ধ থাকে চার ঘণ্টা।