মহামায়ার জাল

99
কবি-আইনুন ম্যামি
Print Download PDF
মহামায়া, তোমার দশহরা লোভে
আলোর প্রদীপ গেছে নিভে ।
এ জনমেরও যাত্রা শেষে,
বিজয় রথ তোমাতেই অবশেষে ;
থামিয়া হাসির রোলে
বৃষ্টি ঝরে মোর আঁখিরও কোলে ।
শুষ্ক শাখায় অনির্বার আশে,
সবুজের পাতায় ভালোবেসে,
বুঝি পৃথিবীর বুক ঘিরে
সোনালী দিনের পাখিরা ফিরিবে নীড়ে।
নীল আকাশ ভ্রমণ শেষে,
ঐ এলো রথের চাকা মঙ্গলও আশিষে!
মহামায়া, তোমার মোহের জালে,
গৃহ হারা স্বপ্নরা পোড়ে অনলে।
জীবন জুড়ে পাখিরাও পরবাসী,
তুমি কোন পৃথিবীর অধিবাসী ,
কেবলই ফসিলের আবাদি জমিন
আশার খেয়া করিছ অধিগ্রহণ ।
মহামায়া, ব’লেতো যাও এইবেলা
আদিঅন্ত কেন শুধু ভাঙনের খেলা।