অবমূল্যায়ন উপেক্ষা করে এগিয়ে চলার অনুপ্রেরণা!

91
Print Download PDF

আপনি আপনার এবং আপনার কাজের সঠিক মূল্যায়ণ পাবেন না জেনেও কাজ করে যাবেন। কেউ আপনাকে প্রাপ্য ধন্যবাদটুকু দেয়নি বলে নিজেকে গুটিয়ে নিলে দক্ষতা অর্জনের রেস থেকে পিছিয়ে গেলেন। মানুষের কাছ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পাবেন না ভেবেই নিজেকে উজাড় করে দিন। কখনোই ভাববেন না যে, কোন কাজের ফলাফল দৃশ্যমান না হলে সে কাজ ব্যর্থ। নিশ্চিত জানবেন, প্রত্যেক কাজের অদৃশ্যমান বিনিময় আছে।

যিনি আপনার বস, প্রতিযোগী কিংবা সহকর্মী তিনি আপনাকে অনেকগুলো কারণে অবমূল্যায়ন করতে পারেন কিন্তু একজন- যিনি সবকিছুর খবর রাখেন, তিনি আপনার মনের উদ্দেশ্য সম্পর্কে ওয়াকিবহাল। ফলাফল তিনি দেবেন- এমন দৃঢ় বিশ্বাসে নির্লোভে দায়িত্বটুকুন পালন করে যান। প্রশংসা বা বিনিময় পেলেন না বলে আপনার ওপরে অর্পিত দায়িত্ব অবহেলা কিংবা অবজ্ঞা করলে কৈফিয়ত দিতে হবে। সৃষ্টিকে নয় বরং স্রষ্টাকে খুশি করার জন্য আপনার কাজও ইবাদাতের অংশ হতে পারে।

কেউ টিটকারি করছে, মানসিকতা ভেঙে দিচ্ছে কিংবা বার বার থামিয়ে দেওয়ার অপচেষ্টা করছে? শেষ দম থাকতে থেমে যাবেন না। কোন মানুষকে মাপকাঠি নির্ধারণ করে নয় বরং সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটুন। আপনাকে যে আরও বহুদূর যেতে হবে। আপনার ত্যাগে কেউ প্রশংসা করেনি, আপনার আত্মত্যাগ কেউ মূল্যায়নে আনেনি কিংবা আপনার শ্রমের মর্যাদা যথাযথ পাননি? জাস্ট ইগনোর। একটি দায়িত্ব শেষ হলে আরেকটি কাজে ঝাঁপিয়ে পড়ুন। সামর্থ্য মত অর্পিত কাজের শেষ দেখে ছাড়ুন আপনি যোগ্য বলেই অসীম ব্যস্ততা! ভবঘুরেরা তো টো টো কোম্পানির ম্যানেজারগিরি করছে! অথচ অল্প হলেও আপনি সম্মান পেয়েছেন।  ভবিষ্যতে কতদূর যাবেন তা আপনার চেষ্টাতেই নির্ধারণ হবে।

নিজের সর্বোচ্চটা উজাড় করে দিতে চেষ্টা করুন। মানুষের ওপর কখনোই আহামরি প্রত্যাশা রাখবেন না। কেউ আপনাকে অনেককিছু করে দিবে- এসব অলীক কল্পনার মতো বাস্তব। নিজের পায়ে খাড়া হতে শিখতে হবে। পারলে দু’জনের উপকার করুন কিন্তু কেউ আপনার উপকার করবে- সে আশায় হাত গুটিয়ে বসে থাকবেন না। রোজ একটু একটু করে বদলালে একদিন অন্যরকম একজন ‘আপনিকে’ আবিষ্কার করে ফেলবেন। যিনি আপনার চেনা অতীতের আপনি নয়!  নতুন কেউ, অভিনবত্বের কিছু।

প্রশংসা গ্রহণ করবেন, কৃতজ্ঞতাকে সাদর সম্ভাষণ জানাবেন কিন্তু কখনোই মিথ্যা প্রশংসায় নিজেকে মাতাবেন না। পৃথিবীতে কেবল অযোগ্যরা ছাড়া অন্যকেউ মিথ্যা প্রশংসা গায়ে মাখে না। আপনি যেখানে যে অবস্থাতে থাকেন- আপনার আশেপাশে ঘিরে রাখা একদল চাটুকার পাবেন। সুকৌশলে তাদের সঙ্গ এড়িয়ে যাবেন। আপনাকে নষ্ট করার জন্য, আপনাকে ধ্বংস করার জন্য এই মানুষগুলো যথেষ্ট! কাজেই ভন্ড সাধুদের থেকে সাবধান।

যিনি সবাইকে সম্মানিত করেন তিনি আপনাকেও বিমুখ করবেন না- এই বিশ্বাসে দায়িত্বটুকুন সৎভাবে পালন করুন। দুনিয়ার মানুষ দ্বিধান্বিত। তবুও কোন মানুষকে অসম্মানিত করবেন না। যদিও তাদের একাংশ আপনার ভালো কাজেও সমালোচনা করবে আবার মন্দ কাজেও সঙ্গ দেবে তবুও প্রাপ্য রেসপেক্ট করবেন। তারা স্বার্থের প্রতিকূলে কিছুই চিন্তা করে না। সুতরাং আপনি দায়িত্বশীল হলে, বিবেক আপনার চালক হলে এক নতুন আগামী আপনার দ্বারাই সূচিত হবে। চ্যালেঞ্জ গ্রহনের দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি আপনার অনুসারী হতে চাই। আমাকে নিরাশ না করার প্রত্যশায় আপনার প্রত্যয় থাকুক।

রাজু আহমেদ,  প্রাবন্ধিক।

raju69alive@gmail.com