নারী জাগরণের একজন অন্যতম বিপ্লবী ছিলেন বেগম রোকেয়া

90
নারী জাগরণের একজন অন্যতম বিপ্লবী বেগম রোকেয়া। ফাইল ছবি
Print Download PDF
অনলাইন ডেস্কঃ “ভারতীয় উপমহাদেশে নারী জাগরণের একজন অন্যতম বিপ্লবী হিসেবে বেগম রোকেয়া আবিভূর্ত হয়েছিল। তিনি তৎকালীন সমাজ ব্যবস্থার বাস্তবতায় নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে ভূমিকা রেখেছিল তা ভারত উপমহাদেশের ইতিহাসের অনন্য মাইল ফলক।
নারী জাগরনের এই মহিয়সী নারী বেগম রোকেয়া বুঝেছিল নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য। পরিবার থেকে সমাজের সর্বস্তরে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হবে। সমাজতান্ত্রিক সমাজই পারে নারী মুক্তির পথকে শুনিশ্চিত করতে। বর্তমান সময়ে কিছু প্রতিক্রিয়াশীল চক্র বেগম রোকেয়ার স্থাপনা ভেঙ্গে ফেলতে ইচ্ছুক, নাম বদলাতে ইচ্ছুক তাদেরকেও প্রতিরোধ করা আবশ্যক।”
আজ ৯ ডিসেম্বর ২০২৪ বেগম রোকেয়া ১৪৪ তম জন্মবাষির্কীতে বাংলাদেশ নারী মুক্তি সংসদের উদ্যেগে সংগঠনের সভাপতি এড. জোবাইদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জননেতা নুর আহমদ বকুল উপরোক্ত বক্তব্য রাখেন।
সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিউলি শিকদার, আরো বক্তব্য রাখেন-স্বপ্না, বিপাশা চক্রবর্তী, লাকী আকতার, শরীফ শমসির, আবুল হোসাইন, মোস্তফা আলমগীর রতন, কিশোর রায়, তৌহিদুর রহমান, অতুলন দাস আলো প্রমুখ।