যদি গুরু করুণামৃত পথে,
চরণ চরণের ছায়ার সাথে।
নিলে জীবন বেছে,
ইহধামেই পর হয়েছে,
বন্ধু স্বজন,
পরিবার পরিজন।
আপন আঙিনায় আঁচল পেতে,
পিয়াসী নয় চোখে হারাতে।
অদৃশ্যের দেয়াল ঘেঁষে,
সকলই বন্ধন শেষে,
কাঁচের মতন,
অটুট আমরণ।
অলীক ব্যথায় ভালো বেসে,
পথেই চলা গুরুর দেশে।
ঘরে ফেরার তাড়া,
সাঁঝ সকালেই সাড়া,
আপনার আপন,
করিয়া সম্প্রদান ।
রিক্তবক্ষ হায় আশা মাগে,
আজি মুক্তির সাধ জাগে ।