আজ মহান স্বাধীনতা অর্জনের ৫৩ বছর অতিবাহিত হলো ৫৪ বছরে পদার্পন। বাহারী বাক্যে রাজনৈতিক নেতারা স্বাধীনতার স্বাদের কথা বলে আসছেন। কেতাবে আছে গোয়ালে নেই প্রবাদ বাক্য।
জাতির স্বপ্ন ছিল প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহনে।
শুধু আমজনতা স্বাধীনতার স্বাদের স্বপ্ন ভঙ্গের বেদনায় কাতর। প্রকৃত স্বাধীনতা এদেশের জনগণ কেন ভোগ করতে পারছেনা। কবে নাগাদ জনগণ স্বাধীনতার পূর্ন স্বাদ গ্রহন করতে পারবে, এর উত্তর কে দিবে?
স্বাধীনতার সকল স্বাদ ভোগ করছে রাজনৈতিক নেতারা আর সরকারী আমলারা ও কর্মচারীরা আমজনতার গভীর প্রত্যাশা ও প্রাপ্তি ছিলো মিলেনি আজও তা।
বাঙ্গালী জাতির রক্তে কেনা স্বাধীনতা রক্ষা করার এখন শুধু গালগল্প বাহারী বাক্য বিনিময় রক্তে কেনা স্বাধীনতার স্বাদ এদেশের মানুষ এখনো ভোগ করার প্রত্যাশা ধারন করেই চলছে।
যদি পায় দেশের মানুষ স্বাধীনতার স্বাদ তবে হবে স্বাধীনতা অর্জনের যথাযথ সার্থকতা এটা কোন অমূলক বাক্য নহে।