কিস্তি সুবিধায় ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০ শতাংশ ক্যাশব্যাক পেয়ে উচ্ছ্বসিত ট্রাকচালক মহেন হোসেন।
সারা দেশের প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটন ল্যাপটপের ১০০ শতাংশ ক্যাশব্যাক ক্যাম্পেইন। এর আওতায় ল্যাপটপসহ কম্পিউটারের বিভিন্ন আইটেমে ক্রেতাদের নানান সুবিধা দিচ্ছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। ইতোমধ্যেই ওয়ালটনের ডিজিটাল ডিভাইস কিনে ১০০ শতাংশসহ নিশ্চিত ক্যাশব্যাক পেয়েছেন অসংখ্য ক্রেতা। এবার কিস্তি সুবিধায় ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০ শতাংশ ক্যাশব্যাক পেলেন খাগড়াছড়ির মহেন হোসেন। পেশায় ট্র্যাকচালক মহেনকে নতুন কেনা ওয়ালটন ল্যাপটপটির জন্য একটি টাকাও দিতে হয়নি। অর্থাৎ পুরো ল্যাপটপটিই তিনি বিনামূল্যে পেয়েছেন।
কিস্তিতে ওয়ালটন ল্যাপটপ কিনে পুরোটাই ফ্রি
