বিশ্বের অন্যতম নামি অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব। বুধবার (৩ ফেব্রুয়ারি) এই অ্যাওয়ার্ডের ৭৮তম আসরের মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন:
সেরা সিনেমা (ড্রামা):
‘দ্য ফাদার’, ‘মাঙ্ক’, ‘নোমাডল্যান্ড’, ‘প্রমিসিং ইয়ং ওম্যান’, ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭’।
সেরা সিনেমা (মিউজিক্যাল/কমেডি): ‘বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম’, ‘হ্যামিলটন’, ‘মিউজিক’, ‘পাম স্প্রিংস’, ‘দ্য প্রম’।
সেরা অভিনেত্রী- মোশন পিকচার (ড্রামা): ভায়োলা ডেভিস, আন্ড্রা ডে, ভ্যানেসা কার্বি, ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড, ক্যারি মুলিগ্যান।
সেরা অভিনেতা-মোশন পিকচার (ড্রামা): রিজ আহমেদ, চ্যাডউইক বোজম্যান, অ্যান্থনি হপকিন্স, গ্যারি ওল্ডম্যান, তাহের রহিম।
সেরা অভিনেত্রী- মোশন পিকচার (মিউজিক্যাল/কমেডি): মারিয়া বাকালোভা, কেড হাডসন, মিশেল পাইফার, রোজামুন্ড পাইক, আনিয়া টেলর-জয়।
সেরা অভিনেতা- মোশন পিকচার (মিউজিক্যাল/কমেডি): সাশা ব্যারন কোহেন, জেমস করডেন, লিন-ম্যানুয়েল মিরান্ডা, দেব প্যাটেল, অ্যান্ডি স্যামবার্গ।